সম্প্রতি মেইল অ্যাকাউন্ট থেকে ইমেইল আদান-প্রদান করতে এনক্রিপ্টেড এইচটিটিপিএস সংযোগ ব্যবহার শুরু করেছে গুগল। জিমেইল এইচটিটিপিএস সাপোর্ট করছে ২০০৪ সাল থেকে। এইচটিটিপিএস সংযোগ ‘ডিফল্ট উইজার অপশান হিসেবে যোগ করে ২০১০ সালে গুগল।

আর এখন কেবল এইচটিটিপিএস সংযোগের মাধ্যমেই ব্যবহারকারীর কম্পিউটার আর গুগলের সার্ভারে মেইল আদান-প্রদান করবে জিমেইল। অর্থ্যাৎ ব্যবহারকারীর কম্পিউটারের মেইল এনক্রিপশান বন্ধ করে বা জিমেইল সার্ভারে পৌঁছানোর আগেই মেইল থেকে ডেটা চুরি করতে পারবে না কেউ।
ব্যবহারকারীর কম্পিউটার থেকে গুগলের সার্ভার পর্যন্ত নয়, সার্ভার আর গুগলের ডেটা সেন্টারের মধ্যেও এনক্রিপ্টেড হয়ে থাকবে মেইলগুলো।
সাম্প্রতিক এনএসএ বিতর্কের জের ধরেই যে গুগল এই পদক্ষেপ নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সরকারি গোয়েন্দা সংস্থার খবরদারি থেকে সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখার জন্য কেবল এনক্রিপ্টেড মেইল যথেষ্ট নয়। তারপরও সাইবার অপরাধীদের থেকে ব্যবহারকারীদের মেইলের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে সাহায্য করবে জিমেইলের এই নতুন সেবাটি।
নতুনভাবে প্রযুক্তির বিশ্ব ।
ReplyDelete