
ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহিরের কাঠামো তৈরী করা।
ওয়েব ডিজাইনারের মুল কাজ হচ্ছে যে কোন একটা সাইটের জন্য টেমপ্লেট তৈরি করা,এখানে থাকবেনা কোন অ্যাপ্লিকেশান । যেমন লগইন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন ইত্যাদি। এসব তৈরী করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দারা। যে কোন ধরনের এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করাই হল ওয়েব ডিজাইন মুলত, এইধরনের ডিজাইনকে বলা হয় স্ট্যাটিক ডিজাইন। এখন পর্যন্ত মুলত এই ধারনা নিয়ে ওয়েব ডিজাইন ব্যবহিত হয়ে আসছে।
Post a Comment