Ads (728x90)

Ads (728x90)



নিজের কম্পিউটার ছাড়া যদি কোনো কারণে অফিস, সাইবার ক্যাফে, বন্ধু বা অন্যের কম্পিউটারে জিমেইলে ঢোকার (লগ ইন) পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার (লগ আউট) কথা মনে না থাকে, তবে বিপদ হতে পারে। কিন্তু ব্যাপারটি দ্রুত ও সহজেই সমাধান করা যায়। তাই অহেতুক দুশ্চিন্তার তেমন কারণ নেই। অন্যের কম্পিউটারে লগ ইন থাকা নিজের অ্যাকাউন্ট দূর থেকেই লগ আউট করার ব্যবস্থা রয়েছে। আবার জিমেইল অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক গতিবিধি থাকলে সেটাও চিহ্নিত করা যাবে।
এ জন্য প্রথমে নিজের কম্পিউটার দিয়ে জিমেইল খুলুন। তারপর জিমেইল ইনবক্সে থাকা অবস্থায় নিচের দিকে স্ক্রল করুন। ডান দিকের কোনায় সর্বশেষ লগ ইন করার তথ্য দেখা যাবে। Last account activity: লেখাটার পরে কতক্ষণ আগে অ্যাকাউন্টে ঢোকা হয়েছে, সেটি দেখা যাবে। এর নিচেই থাকবে Details নামের একটি ওয়েবলিংক। এখানে ক্লিক করলে আলাদা একটা উইন্ডোতে অ্যাকাউন্ট-সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখা যাবে। সেখান থেকে সাম্প্রতিক সময়ে অ্যাকাউন্টে ঢোকার ধরন, আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা এবং সময় ও তারিখ দেখা যাবে।
Sing out all other sessions বোতামটিতে ক্লিক করলে সফলভাবে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ার বার্তা দেখা যাবে। এই অবস্থায় অন্য যেকোনো কম্পিউটার বা মোবাইলে নিজের জিমেইল অ্যাকাউন্ট চালু থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। আর যদি সেখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখেন, তাহলে সেটা অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে। এ ছাড়া জিমেইল অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক অবস্থান থেকে কেউ অনুপ্রবেশ করলে জিমেইল আপনাকে সতর্ক করে দেবে। 
সংগ্রহঃ ইন্টারনেট 

Post a Comment