Ads (728x90)

Ads (728x90)




আজ আমরা দেখবো কি করে ফিচার ইমেজ যুক্ত করতে হয় ।তবে ভিডিও তে প্রথমে দেখাবো কিভাবে next/previous যুক্ত করতে হয় ।

ফিচার ইমেজ যুক্ত করতে প্রথমে আপনার ফাংশন ফাইলে নিচের কোড টি যুক্ত করুনঃ

add_theme_support( 'post-thumbnails', array( 'post' ) );
set_post_thumbnail_size( 200, 200, true );
add_image_size( 'post-image', 250, 250, true );

এখানে
set_post_thumbnail_size( 200, 200, true );
add_image_size( 'post-image', 250, 250, true ); এই দুটি কোড হলো ইমেজ ক্রপ করার জন্য ,যেন বড় ইমেজ দিলেও আপনার চাহিদা অনুসারে সাইজ মত হয় ।

তারপর নিচের কোড টি ইনডেক্স ফাইলে যুক্ত করুন ।

<a href="<?php the_permalink(); ?>"><?php the_post_thumbnail('post-image', array('class' => 'post-thumb')); ?></a>

এখানে class => post-thumb দেওয়া আছে আপনারা চাইলে অন্য নামও দিতে পারেন । class দেওয়ার মানে হচ্ছে আমরা পরে তা ডিজাইন করবো আমাদের মত করে।


নিচের ভিডিও টি দেখুনঃ




না বুঝলে কমেন্ট করুন । ভালো থাকবেন সবাই ।
ধন্যবাদ । 

Post a Comment