যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপারের সাথে যুক্ত আছেন তাদের কাছে একটা অতি পরিচিত নাম নোটপ্যাড প্লাস প্লাস। অনেকে আবার দেখি ড্রিমওয়েভার ব্যবহার করে কেউ সাবলাইম টেক্স তো কেউ উইন্ডোজের ডিফল্ট নোটপ্যাড নিয়ে খুশি থাকে। আমার মতে নতুন অবস্থায় ড্রিমওয়েভার ব্যবহার না করাই ভালো কারন এতে অনেক কোড আটো করেকশন করে দেয় যেটা আপনার নতুন অবস্থায় কোড লেখার অলসতা ভরে দেবে তাছাড়া এটা ফ্রি না টাকা দিয়ে কিনতে হয়। এবার আসি উইন্ডোজের নোটপ্যাডে আমিও নতুন অবস্থায় নোটপ্যাড ব্যবহার করতাম যেটাতে অনেক সুবিধাই পেতাম না। বর্তমানে আমি নোটপ্যাড ++ ও সাবলাইম টেক্স দুটোই ব্যবহার করি কিন্তু আমার কাছে নোটপ্যাড ++ ই ভালো লাগে আর সাবলাইম টেক্স ফ্রি না আমার কাছে ক্রাক আছে কারো লাগলে বলবেন আমি দিয়ে দেব। যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার আছেন তারা তো জানেন এর কি মজা কোড লেখে আর যারা আমার মতো নতুন আছেন তারা চোখ বন্ধ করে নোটপ্যাড ++ ব্যবহার করুন এতে অনেক সুবিধা পাবেন যেমন কোড হাইলাইটার, কোড রান করার ব্যাবস্থা, একসাথে এইচটিএমএল ও সিএসএস লেখার সুবিধা আরো অনেক কিছু যেটা আপনি ব্যবহার করলে টের পাবেন। বলতে পারেন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারদের কাছে এটা সোনার হরিণ কেন কারন এটা সম্পূর্ন ওপেন সোর্স কোন টাকা লাগে না তাছাড়া এতে আছে অনেক প্লাগিনস যেটা আপনার কাজকে করবে অনেক দ্রুত। তো তারাতাড়ি ডাউনলোড করে ফেলুন।
ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন। মাত্র ৭.২১ এমবি
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন।
আর বোনাস হিসাবে থাকছে জেন কোডিং এর ব্যাপারে কিছু বলব না কারন এর সাথে একটা চিটসিটস আছে যেটা দেখে আপনি বুঝে যাবেন যে এটা কি কাজে লাগে তবে এর ব্যবহার ও ইন্সটলেশন আমি বলে দেব প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন |
এখানে ক্লিক করুন। মাত্র ১৬৩কেবি
ডাউনলোড হয়ে গেলে আনজিপ করুন এবং জেন কোডিং ফোলডারের ফাইল দুটিকে মার্ক করে কপি করুন এবার যেখানে নোটপ্যাড++ ইন্সটল করেছেন সেখানে যান মানে বাই ডিফল্ট যেটা থাকে C:\Program Files\Notepad++ এখানে গিয়ে Plugins ফোলডারে পেষ্ট করে দিন। এবার নোটপ্যাড ++ ওপেন করুন উপরের দিকে দেখুন জেন কোডিং নামে একটা ফাংশন যুক্ত হয়ে গেছে। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন এটা দিয়ে কি করে তাহলে একটা উদাহরন দিই। যেমন – টাইপ করুন html:4t এবং Ctrl+E প্রেস করুন দেখুন মজা, আবার কোথায় ট্যাগ আনতে হলে খালি ট্যাগের নাম লিখে Ctrl+E করুন দেখুন মজা।
আরও জানতে হলে চিটসিটস টা ভালো করে পড়ুন।
তাহলে আজকের মতো বিদায় দেখা হবে আগামি কোন পোষ্টে ততক্ষন ভালো থাকবেন।



Post a Comment