
অফার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:
অফারের সময়সীমা
- এই অফার ১ এপ্রিল ২০১৪ থেকে আরম্ভ হয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলবে
অফার পেতে যা করতে হবে:
নির্দিষ্টভাবে ২৮ কিংবা, ৫৮ টাকা রিচার্জেই ১০০% বোনাস পাওয়া যাবে।
যাদের জন্য প্রযোজ্য:
নিশ্চিন্ত, বন্ধু, ডিজুস, আমন্ত্রণ, স্মাইল, সহজ, আপন, স্পন্দন, বিজনেস সলিউশন ১, ২, ৩ এবং সফল, একতা (১, ২, ৩ ও ৪) গ্রাহকদের জন্যে প্রযোজ্য
অফারের বিস্তারিত:
- এই অফার উপভোগ করতে, গ্রাহককে নির্দিষ্টভাবে ২৮ কিংবা, ৫৮ টাকা রিচার্জ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তিনি পাবেন যথাক্রমে ৫৬ ও ১১৬ টাকা।
- গ্রাহকগণ দিনরাত ২৪ ঘন্টা শুধুমাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে (এফএনএফ, সুপার এফএনএফ এবং কম্যুনিটি/সিইউজি কল ব্যতীত) বোনাস ব্যবহার করতে পারবেন।
- রিচার্জ শুধুমাত্র ফ্লেক্সিলোড-এর মাধ্যমে হতে হবে।
- বোনাস অ্যামাউন্টের মেয়াদ রিচার্জের দিন থেকে ২ দিন।
- 'মাই জোন' এই অফারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোনাস মিনিট শেষ হবার পর পুনরায় মাই জোন ট্যারিফ সচল হবে।
- বোনাস টাকা ট্র্যান্সফার করা যাবেনা।
- প্রাপ্ত বোনাস সম্পর্কে জানতে কাস্টমারকে ডায়াল করতে হবে *566*8#
- ১৫% ভ্যাট প্রযোজ্য
Post a Comment