মাজদার নতুন গাড়িটিতে ক্যাপাসিটরভিত্তিক রিজেনারেটিভ ইঞ্জিন ব্রেকিং সিস্টেমকে নতুন উদ্ভাবন হিসেবে চিহ্নিত করেছে পপুলার ম্যাগাজিন।
আধুনিক গাড়ির মালিকদের চাহিদা অনুযায়ী অনেক ফিচার মাজদা ৬ গাড়িটিতে রয়েছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা, ব্যবহারবান্ধব ও রাস্তায় চলতে কাজে লাগে এমন ফিচার এবং দৃষ্টিনন্দন নকশার দিক থেকে গাড়িটি চমত্কার।’
২.৫ লিটার গ্যাসোলিনের স্কাইঅ্যাকটিভ-জি ইঞ্জিনের মাজদা ৬ গাড়িটির ২০১৪ সংস্করণ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হচ্ছে। এই গাড়িটি জাপান ও যুক্তরাষ্ট্র দুটি দেশেই তৈরি হয়।

Post a Comment