Ads (728x90)

Ads (728x90)

images

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবার বাজারে নিয়ে আসছে স্মার্ট ঘড়ি। এ বছরের অক্টোবর নাগাদ অ্যাপলের স্মার্ট ঘড়ি ‘আইওয়াচ’ বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে।
ফোর্বস ডটকমের খবরে বলা হয়েছে, আইওএস অপারেটিং সিস্টেম চালিত অ্যাপলের স্মার্ট ঘড়ি ‘আইওয়াচ’ ব্যবহারকারীর স্বাস্থ্য ট্র্যাকিং সংক্রান্ত কাজ করবে। স্মার্ট ঘড়িটির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যালোরি হ্রাস, রক্তের সুগার, ঘুমসংক্রান্ত ডাটা এবং রক্তের অক্সিজেন মাত্রা ট্র্যাক করতে পারবে।
বাঁকানো ওএলইডির প্রযুক্তির দেড় ইঞ্চি টাচস্ক্রিনযুক্ত আইওয়াচে থাকছে ওয়াই-ফাই প্রযুক্তি। ফলে এটি ব্যবহারকারীর আইফোন এবং আইপ্যাডের সঙ্গে যুক্ত হতে পারবে। স্মার্টফোনে অর্থাৎ আইফোনে পাঠানো মেসেজ ব্যবহারকারীরা আইওয়াচ থেকেই পড়ে নিতে পারবে। এছাড়া রিমোট কন্ট্রোল হিসেবেও ঘড়িটি ব্যবহার করা যাবে। এটি দিয়ে আইফোন বা আইপ্যাডের মিউজিক ট্র্যাক পরিবর্তন এবং মিউজিক ভিডিও পজ করা যাবে।
প্রাথমিকভাবে অ্যাপল প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করবে বলে জানা গেছে।

সমালোচকদের মতে, অ্যাপলের স্মার্ট ঘড়িটি একেবারে সাধারণ ঘড়ির মতো দেখতে। তবে অ্যাপল ভক্তদের মতে, দেখতে সাধারণ হলেও যেহেতু অ্যাপল পণ্য তাই এটিই অসাধারণ পারফরম্যান্সে বাজারমাত করবে।

Post a Comment