Ads (728x90)

Ads (728x90)


আপনার স্মার্টফোনে মেসেজ এসেছে। আপনি অমনি গিয়ে মেসেজ খুললেন। কিন্তু একি মেসেজের সাথে সাথে বেরিয়ে পড়েছে সুগন্ধ।
সম্প্রতি এমন এক অভিনব অ্যাপ্লিকেশন তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বুধবার এক খবরে ম্যাশেবল নিউজ জানিয়েছে, ওস্ন্যাপ নামের অ্যাপস ব্যবহার করে শুধু টেক্সট মেসজ নয় গন্ধযুক্ত ছবিও পাঠানো যাবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড এডওয়ার্ড ও তার ছাত্ররা মিলে এই অ্যাপস তৈরি করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আমেরিকান মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রিতে ফ্রান্সের প্যারিস থেকে প্রেরিত গন্ধযুক্ত মেসেজ খুলেও দেখিয়েছন তারা।
গবেষক দল জানিয়েছে, ওস্ন্যাপ ব্যবহার করে ছবি তোলার পর একটি মেন্যুবার আসবে; যার মাধ্যমে ওই ছবির সাথে ৮ ধরনের গন্ধ সংযুক্ত করা যাবে।
তারা জানান, প্রাপকের মোবাইলের অ্যাপস এই সংকেত বিশ্লেষণ করে মেসজ খোলার সাথে সাথে নির্দিষ্ট গন্ধ উৎপাদন করবে।
তারা আরও জানান, এখনও পর্যন্ত শুধু নিউইয়র্ক ও প্যারিসে এই অ্যাপস সংযুক্ত ওফোন পাওয়া যাবে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য বাজারেও এই অ্যাপস পাওয়া যাবে বলে জানিয়েছে উদ্ভাবক দল।

Post a Comment