Ads (728x90)

Ads (728x90)

উইন্ডোজ ফোনসাশ্রয়ী স্মার্টফোনের বাজার এখন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই বাজার দখল করতে শিগগিরই সাশ্রয়ী নতুন স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। এনডিটিভি এক খবরে জানিয়েছে, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর কম দামি স্মার্টফোন বাজারে আনার ঘোষণাও দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের কর্মকর্তা নিক পার্কারের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ প্ল্যাটফর্মে ২০০ মার্কিন ডলারের কমে স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট।
তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স মেলায় নিক পার্কার বলেছেন, বাজারে সাত, আট কিংবা ১০ ইঞ্চি মাপের যেকোনো মোবাইল যন্ত্রের দামের সঙ্গে প্রতিযোগিতা করবে মাইক্রোসফট।
পার্কার আরও বলেন, সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো দামে স্মার্টফোন বিক্রি করবে মাইক্রোসফট। আগে যেখানে ৩০০, ৪০০ বা ৫০০ মার্কিন ডলার দামে উইন্ডোজ ফোন পাওয়া যেত এখন থেকে ১০০, ২০০ কিংবা ৩০০ ডলার দামেই তা পাওয়া যাবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাশ্রয়ী দামের এই স্মার্টফোন কোনো নির্মাতা তৈরি করবে সে বিষয়ে অবশ্য তথ্য প্রকাশ করেননি মাইক্রোসফটের ওইএম পাটনার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক পার্কার।
তবে বাজার গবেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার নির্ভার স্মার্টফোন তৈরি করতে পারে ফক্সকন, জিওনি, লাভা, লেনোভো, এলজি, লংচিয়ার, জেএসআর, কার্বন, জেডটিই। এ ছাড়াও মাইক্রোসফটের নকিয়া বিভাগ, স্যামসাং, এইচটিসি ও হুয়াউয়ে থেকেও আসতে পারে কম দামের উইন্ডোজ ফোন।
পার্কার অবশ্য বলেছেন, ‘শিগগিরই নতুন কিছু আসছে।’
বাজার গবেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের দখলে থাকা স্মার্টফোনের বাজারে কমদামের উইন্ডোজ ফোন এলে মাইক্রোসফট দ্রুত স্মার্টফোনের ক্ষেত্রে উঠে আসবে।
সোর্সঃ প্রথম আলো 

Post a Comment