Ads (728x90)

Ads (728x90)

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী


গ্রহের বিচারে খেলার আগেই খেলার সম্ভাব্য ফলাফল তুলে ধরবেন তিনি। দুই দল মাঠে নাবার আগেই জ্যোতিষী রুবাই ধারাবাহিকভাবে জানাবেন তার বিচারের ফলাফল।

সোমবার ভোরের টান টান উত্তেজনার ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা। বসনিয়াকে আপাতদৃষ্টিতে সহজ প্রতিপক্ষ মনে হলেও খেলার প্রথম ১৩ মিনিট আর্জেন্টিনার পক্ষে কিছুটা সমস্যাজনক থাকতে পারে। বিশেষ করে মেসিকে প্রথমার্ধের বেশ কিছুটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে।

মাঠের মধ্যে কড়া ট্যাকেলের ফলে মেসির আঘাত পাওয়ারও সম্ভাবনা আছে। তবে  যত সময় গড়াবে ততই খেলার উপর নিয়ন্ত্রণ আনবে আর্জেন্টিনা।

প্রথমার্ধেই একাধিক গোল হওয়ার সম্ভাবনাও প্রবল। রিও ডি জেনিরো উপকূলীয় শহর হওয়ায় আর্জেন্টিনার পক্ষে অবস্থান শুভ। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়বে। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুর ৫-৯ মিনিট সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে। খেলায় আর্জেন্টিনার পক্ষে তিন গোল দেওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে সাদা-নীল ডোরাকাটা জার্সি আর্জেন্টিনার পক্ষে শুভ।

সোর্সঃ banglanews24

Post a Comment