আজকাল সবাই স্মার্টফোন ব্যাবহার করছে । এটি যেমন জীবনকে সহজ করে দিচ্ছে তেমনি জীবনকে হুমকির মুখেও ঠেলে দিচ্ছে ।এই স্মার্টফোন ব্যাবহারের কারনে এখন প্রায় দুর্ঘটনা ঘটছে যা কাম্য নয় । আমি আজকে স্মার্টফোনের ঝুঁকিপূর্ণ ১০ টি কারনের কথা বলবো যা কখনো করবেন না ।
১) একদম চার্জ শেষ না হয়ে গেলে চার্জ দিবেন না ।
২) চার্জ সম্পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত চার্জ দিবেন না ।
৩) একদম কম চার্জে কথা বলবেন না । কারন তখন অনেক বেশি পরিমাণ রেডিয়েশন ছড়ায় যা অনেক ক্ষতিকর ।
৪) রাতে চার্জ দিয়ে কখনো ঘুমাবেন না ।
৫) স্মার্টফোন কখনো বালিশের নিচে রাখবেন না ।
৬) আগুনের পাশে , ল্যাপটপের/টিভির উপরে , পিসি/সাউন্ড বক্সের পাশে ফোন রাখবেন না ।
৭) স্মার্টফোন ব্যাবহার করতে করতে গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য ব্যাবহার করা বন্ধ করে দিন ।
৮) হঠাৎ গরম হয়ে গেলে বা ভাইব্রেশন দেওয়া শুরু হলে ব্যাটারি খুলে ফেলুন ।
৯) ব্যাটারি ফুলে গেলে সে ব্যাটারি ভুলেও ব্যাবহার করবেন না ।
১০) মোবাইল চার্জে রেখে কখনো কথা বলবেন না ।
আশা করি এই পোস্ট টি সকলের উপকারে আসবে ।ভালো লাগলে শেয়ার করবেন । আর আপনার মূল্যবান মতামত দিবেন ।
ভালো থাকবেন সবাই ।
ধন্যবাদ ।
Post a Comment