২০১৩ সালে স্যামসাং কর্তৃপক্ষ এ ধরনের ট্যাবলেট ২০১৬-১৭ সালের দিকে বাজারে আনার কথা জানিয়েছিল। স্যামসাংয়ের ভাঁজ করা এই ট্যাবলেট হবে আট ও নয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যা তিন ভাঁজ করা সম্ভব হবে। এর ডিসপ্লে প্যানেল তৈরিতে প্লাস্টিক টাচ ব্যবহার করা হয়েছে।
হার্ডওয়্যারের পাশাপাশি এ ধরনের ট্যাবলেটের জন্য সফটওয়্যারেরও বিশেষ পরিবর্তন আনবে স্যামসাং কর্তৃপক্ষ। তবে এ ধরনের ট্যাবলেটকে জনপ্রিয় করতে বিশেষ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে বলেই মনে করেন বাজার-বিশ্লেষকেরা।
ভাঁজ করা ট্যাবলেটের উত্পাদন খরচ অনেক বেশি বলে এই ট্যাবলেটের দামও বেশি হতে পারে। এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে এই ট্যাবলেট প্রদর্শন করেছে স্যামসাং।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর প্রযুক্তিপণ্যের বাজারে নতুনত্ব আনতে ট্যাবলেটের পাশাপাশি নমনীয় স্ক্রিনের স্মার্টফোনও বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
সোর্সঃ প্রথম আলো
Post a Comment