আর এটাই প্রোফেশনাল ফটোগ্রাফীর কাজ। আর এটা করা হয় দামী ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আজ আমি সেই কাজটা করার একটা দারুন অ্যাপ দিচ্ছি তাও আবার প্রো ভারসন। এটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে ছবি তুলতে পারবেন না কিন্তু ছবি তোলার পর তা ঐ ইফেক্টটা দিতে পারবেন। যা দেখে মনে হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। তো কথা না বাড়িয়ে ঝটপট অ্যপটি ডাউনলোড করে নিন এখনি। আর স্বাদ নিন ডিএসএলআর ক্যামেরার। এতে পাবেন দুই ধরনের টিউটোরিয়াল পাবেন- অফলাইন ভিডিও এবং স্লাইড। এ থেকে এর ব্যবহার বুঝতে পারবেন।
ডাউনলোড
ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।
Post a Comment