Ads (728x90)

Ads (728x90)

আজ আবার আপনাদের সামনে হাজির হলাম অসাধারণ একটি পোস্ট নিয়ে, আশা করি আপনাদের কাজে আসবে। বিডিটেকজোনের বাংলা ফেসবুক লাইক বক্সটি দেখে অনেকই আমাকে রিকোয়েস্ট করছে এটি কিভাবে করতে হয় তা জানানোর জন্য। তাই ভাবলাম এক একজন করে জানানোর থেকে একটি পোস্ট করে সবাইকেই জানিয়ে দেওয়া ভালো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি করতে হয়। এই উইজেটটি ব্লগার, ওয়ার্ডপ্রেস সহ সকল সাইটে কাজ করবে।

যেভাবে ব্লগে অ্যাড করবেন

এটি করতে প্রথমেই আপনার ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার ব্লগে লগিন করুন। ওয়ার্ডপ্রেসে HTML Tex ও ব্লগারে HTML/JavaScript উইজেটটি খুলুন। তারপর নিচের কোডটুকু পেস্ট করুন।
bangla facebook like box নিয়ে নিন বাংলা ফেসবুক লাইক বক্স
<iframe src=”//www.facebook.com/plugins/likebox.php?locale=bn_IN&href=http%3A%2F%2Fwww.facebook.com%2Fbdtechzonecom&amp;width=236&amp;height=258&amp;show_faces=true&amp;colorscheme=light&amp;stream=false&amp;border_color&amp;header=false” scrolling=”no” frameborder=”0″ style=”border:none; overflow:hidden; width:236px; height:258px;” allowTransparency=”true”></iframe>
  • bdtechzonecom এর স্থানে আপনার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে উইজেটটি সেভ করুন। আর তাহলেই আপনার সাইটে যুক্ত হয়ে যাবে একটি ফেসবুক লাইক বক্স।
কোন সমস্যা হলে মন্তব্য করুন , ধন্যবাদ।

Post a Comment