Ads (728x90)

Ads (728x90)

ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ড প্রেস
দিয়ে কি কি ভাবে কাজ হয়? কেমন
ভাবে কাজ করা যায়? কিভাবে এই কাজ
করা হয়? লোকাল সার্ভার ও রিমোট সার্ভার
কি? রিমোট সার্ভার কত প্রকার ও কি কি?
ওয়ার্ডপ্রেস হলো এমন একটি সফট ওয়ার
যার মাধ্যমে পি.এইচ.পি. বা এইচ.টি.এম.এল
কোডিং ছাড়া ওয়েব সাইট তৈরী করা যায়।
প্রথমত, দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ
করা যায়।



১. wordpress.com সাইট দিয়ে, নতুন
ওয়েব সাইট তৈরী,ফ্রি ডোমেইন,
ফ্রি হোস্টিং, ফ্রি ওয়েব ডেভলপমেন্ট সফট
ওয়ার ইত্যাদি।
২. wordpress.org সাইট এর সফট ওয়ার
দিয়ে (পি.এইচ.পি.+এইচ.এম.এল ছাড়া)
ওয়েব সাইট লোকাল হোস্টে তৈরী করা যায়,
যা অন্য যে কোন ডোমেইন, হোস্টিং সাইট
এ ব্যবহার করা যাবে।
wordpress.org এর সফট ওয়ার ব্যবহার
করে, যেভাবে কাজ করা হয়, তা হলো,
১. লোকাল কম্পিউটারে বা নিজের পিসিকেই
ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার
মাধ্যমে কাজ করা যায়।
২. রিমোর্ট/ওয়েব সার্ভারে বা ইন্টারনেট
লাইন সংযোগ ব্যবহার করে, অন্যকোন
সার্ভার ব্যবহার করে।
রিমোর্ট সার্ভার দু’ভাবে সেটআপ করা যায়:
১. সরাসরি সিএমএস সফটওয়্যার প্যালেন
থেকে।
২. ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।

Post a Comment