Ads (728x90)

Ads (728x90)



বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই ।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম । আশা করি আপনারা সবাই লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পেরেছেন । যারা এই টিউনটি এখনো দেখেন নি তারা নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন ।

আপনার কম্পিউটারে/লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন সবচেয়ে সহজ উপায়ে

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আমাদের কিছু ফাইল অবশ্যই তৈরি করতে হবে । ফাইলগুলো হলোঃ

1) header.php : এটি হচ্ছে থিমের হেডার অংশ মানে থিমের উপরের অংশ । এখানে হেডারের প্রয়োজনীয় কোড থাকে ।

2) footer.php :  এটি হচ্ছে থিমের নিচের অংশ ।

3) index.php : এই অংশে থাকে থিমের কনটেন্ট । যেমন পোস্ট গুলো যেই অংশে থাকে ।

4) sidebar.php : এই অংশে থাকে সাইডবারের উপাদান গুলো ।

5) functions.php : এই ফাইলে থিম তৈরি করতে যে যে ফাংশন লাগে তা সবই থাকে ।যেমন উইজেট রেজিস্ট্রেশন, মেনু রেজিস্ট্রেশন ইত্যাদি ।

6) style.css : এই অংশে থিমকে ডিজাইন করার কোড গুলো থাকবে ।

এই ফাইলগুলোর কিভাবে ব্যাবহার করতে হয় তা আমরা ধিরেধিরে জানবো । কিছুই না বুঝতে পারলে ভিডিওটি দেখুন ।


এই ফাইলগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে notepad++ ডাউনলোড করতে হবে । এখান থেকে
 ডাউনলোড করতে পারেন ।

আজ এতটুকুই । ভালো থাকবেন সবাই ।

Post a Comment