
লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হলে আগে আপনাকে লোকাল সার্ভার ইন্সটল করতে হবে । প্রথমে এই লিঙ্ক থেকে xampp টি ডাউনলোড করুন ।এটি খুব জনপ্রিয় লোকাল সার্ভার ।
XAMPP টি ডাউনলোড করার পর এটি ইন্সটল করুন । ইন্সটল করার আগে নিচের মত টিক মার্ক দিন ।

ইন্সটল হয়ে গেলে xamppএ ক্লিক করুন । নিচের মত আসবে ।

এবার apache এবং mysql এর start বাটনে ক্লিক করুন । এবার আপনার ব্রাউজারে
লেখুন http://localhost/xampp/ আর ইন্টার দিন । সব ঠিকঠাক থাকলে নিচের মত পেজ পাবেন ।
এই পেজ আসা মানে আপনি লোকাল সার্ভার ইন্সটল করতে পেরেছেন । এখন পালা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা । উপরের ছবিতে দেখুন Install application on XAMPP using BitNami লেখা আছে তার নিচে ওয়ার্ডপ্রেসের লোগোতে ক্লিক করুন নিচের মত পেজ পাবেন ।


এখন প্রথম ওয়ার্ডপ্রেস মডিউলটি ডাউনলোড করে নিচের ছবির মত ইন্সটল করুন



এখন আপনার লগইন আইডি , নাম আর পাসওয়ার্ড দিন । ইমেইল লাগবে না ।



এখন আপনার ব্লগের নাম দিন




ব্যাস এবার ফিনিস এ ক্লিক করুন । হয়ে গেল লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা । এখন ব্রাউজারে http://localhost/wordpress/wp-admin/ এই এড্রেস এ প্রবেশ করুন আর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস এ প্রবেশ করুন ।
আশা করি বুঝতে পেরেছেন । না বুঝলে কমেন্ট করবেন ।
ধন্যবাদ ।
Post a Comment