Ads (728x90)

Ads (728x90)


রাজধানীতে ওয়াই-ফাই চালু করল এয়ারটেল















রাজধানী ঢাকার গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ধানমইণ্ড, বেইলি রোড, ফার্মগেট, লালমাটিয়া, মোহম্মদপুর এবং বাড্ডা এলাকায় ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করেছে টেলিকম কোম্পানী এয়ারটেল।

এ বিষয়ে এয়ারটেল বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র শামিত মাহবুব জানান, গ্রাহকদের সর্বোত্তম থ্রিজি ইন্টারনেট সেবা দিতে মঙ্গলবার থেকে এই সেবা চালু করা হয়েছে।

শামিত মাহবুব আরও জানান, সাতটি ওয়াই-ফাই প্যাকেজে ৫১২ কেবিপিএস থেকে এক এমবিপিএসের বিভিন্ন ভলিউম প্যাকে এয়ারটেল এই সেবা চালু করেছে। এ ছাড়া গ্রাহকদের জন্য এক দিন থেকে ৩০ দিন মেয়াদের প্যাকও রয়েছে। ওয়াই-ফাই প্যাক পাওয়া যাবে ২৫ মেগাবাইট থেকে তিন গিগাবাইট পর্যন্ত। এয়ারটেলের ওয়াই ফাই প্যাক গ্রহণ করতে গ্রাহকদের নিবন্ধন করে ১৬৩১১ শর্টকোডে এসএমএস করতে হবে।

এসএমএস করার পর গ্রহকরা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এয়ারটেল গ্রাহকদের এরপর ব্যবহার্য ডিভাইসটি থেকে নির্বাচন করতে হবে এয়ারটেল ওয়াই-ফাই এসএসআইডি এয়ারটেল ওয়াই-ফাই। নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে গ্রাহকরা এরপর ব্রাউজ করতে পারবেন বলে জানান তিনি।

সংগ্রহঃ ইন্টারনেট

Post a Comment