আমরা অনেকে আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট এর জন্যে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে থাকি। এমন কি এই সাইট টি ও ওয়ার্ডপ্রেস এ করা। ওয়ার্ল্ড এর ৭০% মানুষ এখন ওয়ার্ডপ্রেস ইউজ করে সাইট এর জন্যে। আর ওয়ার্ডপ্রেস সাইট এর ডিজাইন এর জন্যে আমাদের দরকার পরে থিম এর।
অনেক থিম পাওয়া যায় ফ্রি তে আবার কিছু কিনতে হয়। তোমরা তোমাদের ব্লগ অথবা সাইট কে সুন্দর চকচকে একটি রুপ দিতে চাইলে ফ্রীতে ডাউনলোড কৃত থিম অথবা প্রিমিয়াম পেইড থিম ব্যাবহার করতে পারো। কিন্তু যারা থিম-ফরেস্ট থেকে থিম কিনতে চাও না তাদের জন্য আজ থেকে আমি মাঝে মাঝে টিউনমেলাতে ফ্রীতে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করবো। তাই এটি মূলত ফ্রীতে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করার একটি ধারাবাহিক টিউন। প্রতিনিয়ত তোমরা এখানে থিম ফরেস্টের জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম গুলা এখান থেকে ডাউনলোড করতে পারবে।

থিমঃ এভাডা
থিম ফরেস্ট লাইভ লিঙ্কঃ http://themeforest.net/item/avada-responsive-multipurpose-theme/2833226
Post a Comment