Ads (728x90)

Ads (728x90)

একবার চার্জ ২৫০ মাইল!



রাস্তায় নেমেই গড়েছে নতুন রেকর্ড। বলছি জার্মানির দুই গবেষকের উদ্ভাবিত নতুন একটি গাড়ির কথা। গাড়িটির নাম উইন্ড এক্সপ্লোরার।

অবাক কান্ড হচ্ছে, গাড়িটি পরীক্ষামূলক চালানোর জন্য জার্মানি থেকে অস্ট্রেলিয়া আসেন দুই উদ্ভাবক ডার্ক জিয়ন ও স্টিফেন সিমেবার। পরীক্ষামূলকভাবে সম্প্রতি গাড়িটি অষ্ট্রেলিয়ায় ১৮ দিনে পাড়ি দিয়েছে ৩,১০০ মাইল পথ।

বায়ুচালিত কোনো যানের ৩৬ ঘণ্টায় দীর্ঘতম পথ পাড়ি দেয়ার রেকর্ড গড়েছে গাড়িটি। বায়ূচালিত কোনো যান এই প্রথম মাটিতে এত দীর্ঘ পথ পাড়ি দিল।

এ ছাড়া বায়ূচালিত কোনো যানের মহাদেশ পাড়ি দেয়ার ঘটনাও এটাই প্রথম। উদ্ভাবকরা মাত্র ১৮ দিনে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমের শহর আলবেনি থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিড়নি পৌঁছান।

এটিই বিশ্বের সবচেয়ে দূষণমুকক্ত গাড়ি। এমনকি গোড়ার মল থেকে যে গ্যাস উৎপন্ন হয়,তার চেয়েও কম দূষণ করবে গাড়িটি। একবার চার্জ করলে এক নাগারে গাড়িটি ২৫০ মাইল পর্য়ন্ত চলবে।

সংগ্রহঃ ইন্টারনেট 

Post a Comment