Ads (728x90)

Ads (728x90)

‘গোললাইন প্রযুক্তি’।



এবারের বিশ্বকাপ ফুটবলে একটি নতুন প্রযুক্তি আসছে। সেটি হলো ‘গোললাইন প্রযুক্তি’। এর মধ্যে অবশ্য আরেকটি মজার ঘটনা ঘটে গেছে। সারা বিশ্বে এই মেগা উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার জন্য প্রায় সাতটি দেশে প্রমোশনাল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে অ্যাডিডাসের তৈরি ব্রাজুকা নামের ফুটবলে ছয়টি এইচডি (হাই ডেফিনেশন) ক্যামেরা বসানো ছিল। এ ক্যামেরা ৩৬০ ডিগ্রিজুড়ে অর্থাৎ মাঠের চারপাশে কী ঘটছে তার দৃশ্য ধারণ করে রাখে। এটিও একটি নতুন প্রযুক্তি। ‘ব্রাজুকা’ শব্দটির অর্থ ব্রাজিলীয় জীবনধারা। ক্যামেরা থাকায় বলটির নামকরণ হয়েছে ‘ব্রাজুক্যাম’! ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল আসরের জাবুলানি বলটির ওজন হালকা ছিল। বাতাসে এর গতিপথ বেঁকে যেত বলে যে সমালোচনা ছিল, এবার তার সমাধান করা হয়েছে। একই আকারের ছয়টি প্যানেল নিপুণভাবে সংযুক্ত করে বলটি তৈরি করা হয়েছে। এর ওজন ৪৩৭ গ্রাম। বাতাসের জলীয়বাষ্প শোষণের হার শূন্য দশমিক ২ শতাংশ। ফলে বৃষ্টিতে বলটির ওজন প্রায় একই থাকবে। গতিপথে হেরফের কমই হবে। আর বাতাসের বাধায় সহজে লক্ষ্যচ্যুত হবে না। এবার খেলায় গোললাইন প্রযুক্তি থাকবে। ২০১০ সালের বিশ্বকাপে ইংল্যান্ড তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানির বিপক্ষে গোল দিলেও গোল পায়নি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড গোল করলেও রেফারি ভুলক্রমে গোল দেননি। কারণ মনে হয়েছিল। বলটি গোললাইন বরাবর পড়ে আর ভেতরে যায়নি, ওপরের বারে ঠোকা খেয়ে ফিরে আসার সময় গোলকিপার তা লুফে নিয়েছেন। অথচ পরে দেখা গেল, বলটি স্পষ্ট গোললাইনের ভেতরে পড়েছে। এবার ও রকম ভুল এড়ানোর জন্য গোললাইনে ব্যবহূত বিশেষ প্রযুক্তি সহায়ক হবে।
সূত্রঃ প্রথম আলো 

Post a Comment