এয়ারটেল সব ডাটা ব্যবহারকারীদের নিয়ে এলো অনন্য এক ক্যাম্পেইন। এখন থেকে আপনি কোন মূল্য ছাড়া, আপনার সবচেয়ে প্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুক ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ফেসবুক স্ট্যাটাস চেক / আপডেট করতে পারবেন এর লাইটার সংস্করণ 0.facebook.com এর মাধ্যমে, ব্রাউজিং এর জন্য কোন ডেটা চার্জ ছাড়া সব সময়ে ।
শর্ত:
- ডাটা চার্জ প্রযোজ্য নয়
- এই অফারের আওতায় আপনাকে শুধু http://0.facebook.com ভিজিট করতে হবে। আপনার অ্যাকাউন্ট থেকে কোন চার্জ কেটে নেওয়া হবে না।
- যদি আপনি একজন ডাটা প্যাক ব্যাবহারকারী হয়ে থকেন, http://0.facebook.com ব্রাউজিং এর ক্ষেত্রে ডাটা প্যাক থেকে কোন পরিমান ডাটা খরচ হবে না
- আপনি যদি একজন PAYG ব্যাবহারকারী হন এবং http://0.facebook.com ব্রাউজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার প্রধান অ্যাকাউন্ট থেকে কোন চার্জ কেটে নেওয়া হবে না।
- http://0.facebook.com এ স্ট্যাটাস চেক এবং স্ট্যাটাস আপডেট এর ডাটা মূল্য সম্পূর্ণ ফ্রি
ডাটা চার্জ শুধুমাত্র প্রযোজ্য হবেঃ
- যদি আপনি 0.facebook.com ব্যতিত অন্য কোন লিঙ্ক ,অন্যান্য সাইট এ সংযোগ স্থাপন করেন।
- আপনি 0.facebook.com থেকে অন্য কোন লিঙ্ক এ সংযুক্ত হলে।
- আপনি যদি পেইজে কোনো ছবি বা ইমেজ খুলেন (ডাটা চার্জের সম্পর্কে পেজ অবিলম্বে আপনাকে অবহিত করবে)
টিকা
“0.facebook.com” সাইট টি ব্ল্যাকবেরি এবং প্রক্সি ব্রাউজার যেমন অপেরা মিনি, UC ইত্যাদি
ছাড়া সব হ্যান্ডসেট এর ডিফল্ট ব্রাউজারে কাজ করবে।
Post a Comment