Ads (728x90)

Ads (728x90)

জি৩ স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, এলজির সাড়ে পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনটি বাজারে সাড়া ফেলবে এবং অ্যাপল ও স্যামসাং থেকে গ্রাহকদের দৃষ্টি এলজির দিকে ফিরিয়ে আনবে।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে একটি সিম সমর্থন করে।
এতে রয়েছে ২.৫ গিগাহার্টজের প্রসেসর যা দ্রুত কাজ করতে পারে। কোয়াড এইচডি আইপিএস ডিসপ্লে থাকায় এতে ছবি ও ভিডিও হবে ঝকঝকে পরিষ্কার। দুই গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধার স্মার্টফোনটিতে মাইক্রোএসডি কার্ডও সমর্থন করবে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ওআইএস ও লেজার অটোফোকাস সুবিধার ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির সামনে রয়েছে ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা।  এলটিই, ওয়াই-ফাই, ব্লটুথ, এনএফসির মতো প্রযুক্তিও এতে সমর্থন করে। বেশ সাদা, কালো, লালা, সোনালি, বেগুনি রঙে বাজারে আসবে স্মার্টফোনটি। স্মার্টফোনটির দাম সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ৬৫০ মার্কিন ডলার দামে এটি পাওয়া যেতে পারে।

সংগ্রহঃ ইন্টারনেট 

Post a Comment